বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে , অন্য ভাবে বলা যায় বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্যপদের সম্পর্ককে কারক বলে। উদাহরণটি হল....
“ পাণ্ডু ইন্দ্রপ্রস্থে রাজকোষ থেকে প্রজাদের জন্য নিজের হাতে ধনরত্ন দিলেন”।
ক) পাণ্ডু, খ) ধনরত্ন, গ) নিজের হাতে, ঘ) প্রজাদের জন্য, ঙ)রাজকোষ থেকে এবং চ) ইন্দ্রপ্রস্থে-এই পদগুলি “দিলেন” – এই ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েছে। কিরকম সম্বন্ধ ?
প্রশ্ন ও উত্তরের মধ্যে দিয়ে এই সম্বন্ধের স্বরূপ বিশ্লেষন করা যাক।
প্রশ্ন |
উত্তর |
ক) কে দিলেন? |
পাণ্ডু (কর্তৃকারক) |
খ) কি দিলেন? |
ধনরত্ন(কর্মকারক) |
গ) কিসের দ্বারা দিলেন? |
নিজের হাতে(করণকারক) |
ঘ) কাদের জন্য দিলেন? |
প্রজাদের জন্য(নিমিত্তকারক) |
ঙ) কোথা থেকে দিলেন? |
রাজকোষ থেকে(অপাদানকারক) |
চ) কোথায় দিলেন? |
ইন্দ্রপ্রস্থে(অধিকরণকারক) |
Learn more you can download it OR you can collect all documents from our center.